তাসলিমা আক্তার,পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ২০২৪-২৫ অর্থবছরে ১৯৩ কোটি ৪৬ লাখ টাকা বাজেট বরাদ্দ পেতে চলেছে যা গতবারের তুলনায় দ্বিগুনেরো বেশি।
৮জুন,২০২৪। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে পবিপ্রবি বরাবর বড় রকমের বরাদ্দ পেয়ে থাকে। তবে ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ সকলের প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। কারণ ২০২৩-২৪ অর্থ বছরে পবিপ্রবির মোট বাজেট ছিল ৯৪ কোটি ৭২ লাখ টাকা যেখানে সরকারি বরাদ্দ ছিল ৮৫ কোটি ৭২ লাখ এবং নিজস্ব আয় ছিল ৯ কোটি টাকা। সেখানে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রায় দ্বিগুনেরও বেশি। তাই পবিপ্রবি জুড়ে উৎসবের আমেজ।
তবে উৎসবের আমেজ থাকলেও পবিপ্রবির শিক্ষার্থীদের মনের মাঝে চলছে এক অজানা আফসোস। পবিপ্রবির বিগত বছরগুলোতে বরাদ্দকৃত বাজেট তুলনা করলে দেখা যায় ২০২৩-২০২৪ অর্থবছর:
মোট বাজেট: ৯৪ কোটি ৭২ লাখ টাকা
উৎস:
সরকারি বরাদ্দ: ৮৫ কোটি ৭২ লাখ টাকা
নিজস্ব আয়: ৯ কোটি টাকা
২০২২-২০২৩ অর্থবছর:
মোট বাজেট: ৮৪ কোটি ৭২ লাখ টাকা
উৎস:
সরকারি বরাদ্দ: ৭৭ কোটি ৭২ লাখ টাকা
নিজস্ব আয়: ৭ কোটি টাকা
২০২১-২০২২ অর্থবছর:
মোট বাজেট: ৬৮ কোটি ৭২ লাখ টাকা
উৎস:
সরকারি বরাদ্দ: ৬১ কোটি ৭২ লাখ টাকা
নিজস্ব আয়: ৭ কোটি টাকা
বিগত বছর গুলোর বাজেট বরাদ্দ লক্ষ করলে দেখা যায়,প্রায় প্রতি অর্থবছরে বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং ২০২৪-২৫ অর্থবছরে তা দ্বিগুনের বেশি বৃদ্ধি পেয়েছে। তবে বাজেট ক্রমান্বয়ে বৃদ্ধি পেলেও পাল্লা দিয়ে বৃদ্ধি পায় নি শিক্ষার্থীদের প্রত্যাশার পারদ।
এই ব্যাপারে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী জানান বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি পেলেও শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধি পায় নি। তিনি জানান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও ভর্তি কার্যক্রমের একটা বড় অংশ চালিত হয় অ্যানালগ সিস্টেমে। তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে রয়েছে শিক্ষক সংকট, পর্যাপ্ত ল্যাব সহ নানান শিক্ষা উপকরণের সংকট। সকল অনুষের শিক্ষার্থীদের জন্যে নেই উন্নত ক্লাসরুম ও গরম নিয়ন্ত্রণে নেই শীততাপ যন্ত্র। তাই বাজেট বৃদ্ধি পেলেও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাসে ভাটা পরেছে।
তাই নতুন অর্থবছরে বরাদ্দকৃত বাজে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করবে এমন দাবিই সাধারণ শিক্ষার্থীদের।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com