হাফিজুর রহমান শিমুলঃ বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বার্ষিক সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরের সুশীলনের ৫৭তম সাধারণ পরিষদের বার্ষিক সভা শনিবার (২৯ জুন-২৪) বেলা ১১টায় কালিগঞ্জে সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক (অবঃ) গাজী আজম আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।ঐতিহ্যবাহী সুশীলনের নির্বাহী প্রধান, বাংলাদেশের গর্ব, কালিগঞ্জের কৃতি সন্তান মোস্তফা নুরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিস খালেদা আইয়ুব ডলি, সুশীলনের সুহৃদ কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলনের উপ নির্বাহী প্রধান নাসির উদ্দীন ফারক ক্যাপ্টেন, পরিচালক ও বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপ পরিচালক রুহুল আমিন মোল্যা, উপ পরিচালক কমলেশ বিশ্বাস, উপ পরিচালক জি এম মনিরুজ্জামান মনির, প্রধান এইচ আরয়েল মিহির মিত্র, সহ সভাপতি ঈলাদেবী মল্লিক, সদস্য কালিগঞ্জ কলেজের সাবেক অধ্যাঃ শ্যামাপদ দাশ, সদস্য অধ্যাঃ আব্দুল হান্নান, সদস্য কনিকা রানী সরকার, সদস্য ও কৃষ্ণনগর ইউনিয়ন আ'লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ মাহামুদুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক শেখ আঃ করিম মামুন হাসান, আলমগীর হোসেন, শাহাদাৎ হোসেন ও শেখ আল নুর আহমেদ ঈমন প্রমুখ। ২০২৪ -২৫ অর্থ বছরের বাজেট অধিবেশনে ১'শ ৩১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব ও সুশীলনের পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীলন পরিবার, হিতাকাঙ্খী, সাংবাদিক ও সুধীবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com