পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তে সার্বজনীন পেনশন স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে কৃষি অনুষদের সামনে তৃতীয় দিনে আরও জোরালো ভাবে সর্বাত্মক কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তৃতীয় দিনে শিক্ষকদের উপস্থিতি দ্বিতীয় দিনের চেয়ে বেশি ছিল।
৩রা জুলাই (বুুধবার) বেলা ১১ টায় টানা তৃতীয় দিনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে কর্মবিরতি আন্দোলন কর্মসূচি পালন করে। এই সময় শিক্ষকরা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।
এ সময় অধ্যাপক ড. লোকমান আলী বলেন, " সাধারণ জনগণ এবং শিক্ষার্থী আমাদেরকে ভুল বুঝতেছে । আমরা আমাদের স্বার্থে নয় বরং বিশ্ববিদ্যালয়ের সাথে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা এই আন্দোলন করতেছি। এটি তাদেরকে ভালোভাবে বুঝাতে হবে । "
এছাড়াও অধ্যাপক ড. কামরুল ইসলাম , "বলেন কিসের অর্থের লোভ আমার ? আমি চাই শিক্ষাকে বাঁচাতে, আমি চাই বাংলাদেশকে বাঁচাতে, আমি চাই বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে। "
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com