পিরোজপুরের নাজিরপুরে ছেলের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন মা যুথিকা বালা (৫৫)। এ ঘটনায় মামলার ৪ ঘণ্টার মধ্যে ছেলে যতিশ বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) রাত ৯টায় পুলিশ সুপার সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন।
পুলিশ সুপার বলেন, উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের বয়স্ক মা নিহত যুতিকা বালাকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে যতিশ বালা (৩২)। চাঞ্চল্যকর এই ঘটনার মূল রহস্য উন্মোচনে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। পরে সদর সার্কেলেন নেতৃত্বে নাজিরপুর থানা ওসি শাহ আলম হাওলাদার ও ডিবি পুলিশের ইনচার্জ রেজাউল করিম রাজিবের যৌথ অভিযানে হত্যার রহস্য উন্মোচন ও মূল আসামি যতিশকে গ্রেপ্তার করা হয়।
নিহতের বাসার সকল জিনিসপত্র স্বাভাবিক অবস্থায় পেলেও বাসার ব্যবহৃত ‘দা’ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখনই পুলিশের সন্দেহ হয় ঘটনার সঙ্গে ভিকটিমের আপনজনেরাই জড়িত। এক পর্যায়ে ছেলে যতিশ বালাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে। এর পরেই আসামির তথ্য অনুযায়ী বাড়ির পাশের ডোবা থেকে হত্যার কাজে ব্যবহৃত দেশীয় দা এবং রক্তমাখা গেন্জি উদ্ধার করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com