লিটন সরকার ঃ আশাশুনি উপজেলার সরকারি কর্মকর্তাদের বসবাসের বিল্ডিং পুনঃ নির্মানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী অফিসারকে তাঁর সাথে যোগাযোগের আহবান জানিয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, উপজেলার সকল উন্নয়নে আমি ও উপজেলা চেয়ারম্যান দুই ভাই মিলে কাজ করতে চাই। রাস্তা ঘাটের জন্য অনেক বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন প্রকল্পের জন্য কাজ চলছে। বুধবার (৩১ জুলাই)উপজেলা পরিষদের মাসিক সভায় এমপি রুহুল হক একথা বলেন। তিনি আরও বলেন, দেশের কোন গ্রাম প্রাইমারী স্কুল বিহীন থাকবেনা। আশাশুনির যে সব গ্রামে স্কুল প্রতিষ্ঠার পর আটকে আছে সে ব্যাপারে তাঁর সাথে যোগাযোগ করার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সরকার সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী ও সচিবদের সাথে বৈঠকে অংশ নিয়েছেন। আশাশুনির স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চেষ্টা অব্যাহত রাখবেন বলে তিনি জানান।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, মাহবুবুল হক ডাবলু, দিপঙ্কর বাছাড় দীপু, শেখ মিরাজ আলী, ওমর ছাকি পলাশ, দিপঙ্কর সরকার দিপ, মাওঃ আবু বক্কর ছিদ্দীক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, পিআইও সোহাগ খান, আরডিও আবু বিল্লাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর অপূর্ব মন্ডল, আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com