তাসলিমা আক্তার, পবিপ্রবি প্রতিনিধি।।
হল ছাড়তে বাধ্য করার পরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) এক প্রেসবিজ্ঞপ্তিতে ঘোষণা দেয় শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়ার জন্যে যা প্রহসনের সামিল।
৩ আগস্ট, ২০২৪। গত শুক্রবার পবিপ্রবির প্রক্টর কার্যালয়ের মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়া হয় যে সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পবিপ্রবির অধ্যয়নরত কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করণের লক্ষে পবিপ্রবি প্রশাসন কাজ করে যাচ্ছে।
এখানে উল্লেখ্য যে, বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে নির্দেশনা দিতে গত মঙ্গলবার রাতে এম কেরামত আলী হলে যান প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। এসময়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ❝বাংলাদেশর সরকার খুব সহজে ক্ষমতা ছাড়বে না, গদি ছারবে না, যদি আরও ৫ হাজার মানুষ মারা লাগে সরকার চিন্তা করবে না❞
এদিকে এই বিজ্ঞপ্তি প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ পাওয়া মাত্র শিক্ষার্থীদের মাঝে তুমুল সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের পবিপ্রবিয়ান গ্রুপে এই নোটিশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: রনি হোসাইন জানান, ❝যারা ক্যাম্পাসে থাকলে নিরাপত্তা দিতে পারবে না বলে হল থেকে বের করে দেয় পোলাপানরে তারাই নাকি দিবে নিরাপত্তা তাও আবার ক্যাম্পাসের বাইরে থাকা অবস্থায়, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত সেটা সবাই বুঝে গেছে, এইটা করে এখন পবিপ্রবি প্রশাসন পোলাপানের কাছ থেকে সিমপ্যাথি নিতে চাচ্ছে হাস্যকর। ❞ পাশাপাশি আরেক শিক্ষার্থী মো: রেদোয়ান উল্লাহ বলেন,❝ সবাইকে বাসায় নিরাপত্তা দিবে? ক্যাম্পাসে যখন শিক্ষার্থী ছিল তখন কোথায় ছিল এই নোটিশ ❞
তাই সাধারণ শিক্ষার্থী সহ সর্ব মহলের সমালোচনায় জর্জরিত এই বিজ্ঞপ্তি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com