নিজস্ব প্রতিনিধি: দেশে বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তায় কার্যক্রমে অংশ নিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। গত ২৩ আগষ্ট বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যেগে ও আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২ কুমিল্লার সহযোগীতায় বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।
এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যান্য জেলায় বন্যাদুর্গতদের বিভিন্ন সহায়তা প্রদান করবে ঢাকা আহ্ছানিয়া মিশন।
দেশে চলমান বন্যাকে কেন্দ্র করে বন্যাকবলিত মানুষদের সহায়তায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে সকল প্রতিষ্ঠান ও প্রকল্পের কর্মীরা নিজেদের এক দিনের বেতনের টাকা দেওয়ার কথা জানিয়েছেন তারা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com