বগুড়ার শেরপুরে লাবনী আক্তার নামের এক নারী এক সঙ্গে ৩টি কন্যা সন্তান প্রসব করেছেন। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন প্রসূতির স্বামী শাকিল খান।
তিনি জানান, বুধবার (৪ সেপ্টেম্বর) আলট্রাসনোগ্রাম করে দেখা যায়, তার স্ত্রীর পেটে ৩টি সন্তান রয়েছে। প্রথমে ভয় পেলেও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চিকিৎসকের পরামর্শে সেখানেই ভর্তি করি।এরপর সফল অস্ত্রোপচারের মাধ্যমে ৩টি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তান সবাই সুস্থ আছেন। সন্তানদের নাম রেখেছেন হুমায়রা খাতুন, লাবীবা আক্তার ও আফিফা খাতুন। শাকিল খান ও লাবনী আক্তার দম্পতির বাড়ি শেরপুর পৌরশহরের গোসাইপাড়া এলাকায়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com