নিজস্ব প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে গরু বাজারের আদিপত্যকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছে।
বুধবার(১১ সেপ্টেম্বর) উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ডে অবস্থিত গরু বাজারে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহতের ভাই মকবুল হোসেন মনোহরদী থানায় বাদী হয়ে বিবাদী ১/গণি ফরাজী ২/আকরাম ৩/গিয়াসউদ্দীন ৪/রতন মিয়া ৫/খোরশেদ ৬/শাহজাহান ৭/ নূরুল হক ৮/কাশেম ৯/শাহীন ১০/ হাসিম উদ্দীন ১১/মোশারফ ১২/ শফিকুল ইসলাম ও ১৩/কাউসার মোল্লাসহ অজ্ঞাত আরো কয়েকজনের নামে একটি অভিযোগ দায়ের করেন।
বাদী মকবুল হোসেন জানান, মনোহরদী বাসস্ট্যান্ডে একটি বিশাল গরু বাজার রহিয়াছে। যেখানে প্রতি বুধবার দূর-দূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতা গরু-মহিষ নিয়ে আগমণ করে থাকেন।
বুধবার(১১ সেপ্টেম্বর) সকালে প্রতি সপ্তাহের মতো গরুর হাট বসে। আমার ভাই একজন গরু ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন ৩ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে বাজারে গরু কিনতে যায়। গরু বাজারের আদিপত্যকে কেন্দ্র করে একই দিনে সকাল সাড়ে ১১ টায় গণি ফরাজীর নেতৃত্বে বিবাদীগণ দা, রানদা, চাইনিজ কুড়াল, লাঠি-সোঁটা ও লোহার রড নিয়ে জনতাবদ্ধে অতর্কিত হামলা চালায়। ২ নং বিবাদী তাহার হাতে থাকা রাম দা দিয়ে বিবাদীর ভাই মোয়াজ্জেমকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। বিবাদীগণ বাজারে হামলা করিয়া বাজারে আসা লোকজনকে এলোপাতাড়ি মারপিট করে।বিবাদীগণ আমার ভাইয়ের সাথে থাকা ৩৫ হাজার টাকা মূল্যের ভিভো মোবাইল নগদ ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনাইয়া নেয়।
আমার ভাইকে উপস্থিত লোকজন গুরুতর জখমী অবস্থায় উদ্ধার করিয়া চিকিৎসার জন্য মনোহরদী হাসপাতালে নিয়ে গেলে রোগীর অবস্থা অবনতি দেখে ডাক্তার তাঁকে দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করালে সেখান থেকে ডাক্তার তাঁকে নিউরোলজি হাসপাতালে রেফার্ড করে।সে এখন নিউরোলজি হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রহিয়াছে।
সরেজমিনে গেলে সংবাদ কর্মীদের এলাকাবাসীর জানায়,গণি ফরাজী এবং তার লোকজন গরুর বাজার দখলকে কেন্দ্র করে ব্যবসায়ী মোয়াজ্জেমকে মারার পরে এলাকাবাসী গণী ফরাজির উপর হামলা করে এবং উত্তেজিত জনতা তার বাড়ির সামনে থাকা মোটরসাইকেল গুলোতে আগুন লাগিয়ে দেয়। এটা কোন রাজনৈতিক বিষয় নয়।
এ ব্যাপারে মুঠোফোনে মনোহরদী থানার নবাগত ওসি,র সাথে যোগাযোগ করতে চাইলে মুঠোফোন বন্ধ পাওয়া যাওয়ায় ওসির কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com