হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় দিন গেলেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আজও (রবিবার, ১৮ আগষ্ট) কালিগঞ্জ হাসপাতালে একই পরিবারের ৩ জনসহ ৯ জন রোগী সনাক্ত হয়েছে। হাসপাতালে ডেঙ্গু কর্ণার খোলা হলেও ক্যাবিন বা যথাযথ ছিট না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী তথা হাসপাতাল কর্তৃপক্ষের। কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব স্পেশালিষ্ট কিশোর বাবু ১৮ আগষ্ট সন্ধ্যায় এ প্রতিনিধিকে জানান, সকাল থেকে হাসপাতালে ১৭ জন জ্বরের রোগীর রক্ত পরীক্ষা করে ৯ জনের ডেঙ্গু আক্রান্ত ধরা পড়েছে। এদিকে হাসপাতালের কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান জানান, হাসপাতালে বেডের সমস্যা থাকলেও আমরা রোগীদের যথাযথ সেবা দিয়ে যাচ্ছি। তাছাড়া আমি বিশেষ ব্যবস্থায় হাসপাতালে ডেঙ্গু রোগীদের সাবিধার জন্য ডেঙ্গু সনাক্তে কিট এর ব্যবস্থা করেছি। উল্লেখ্য যে, ইতিপূর্বে ঈদ উল আযহার আগে ও পরে কালিগঞ্জ হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। রোগীরা হলেন (১) উপজেলার দঃ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃতঃ নুর ইসলামের পুত্র ঢাকার রাইজিন গার্মেন্টস এর কার্টারম্যান রিয়াজুল ইসলাম(৩১), আক্রান্ত ১২ আগষ্ট দুপুরে, ভর্তি ১৪ আগষ্ট, (২ য় তলায়)। ২) শ্রীকলা গ্রামের শেখ রমজান আলীর পুত্র মৌতলা শিমু রেজা কলেজের ২য় বর্ষের ছাত্র মোখলেছুর রহমান(১৯)। আক্রান্ত ১২ আগষ্ট, ভর্তি ১৪ আগষ্ট (২য় তলায়)। ৩) মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের শেখ মোরশেদ আলীর পুত্র হাসানুর রহমান (২২)। আক্রান্ত ১৩ আগষ্ট, ভর্তি ১৫ আগষ্ট, (২য় তলায়)। ৪) কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জহুর আলী গাজীর পুত্র মনিরুল ইসলাম গাজী (৩৫), আক্রান্ত ১২ আগষ্ট, ভর্তি ১৫ আগষ্ট, ১ নং ক্যাবিনে। ৫) তারালী ইউনিয়নের সুক্তানন্দ ঘোষের পুত্র, সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র সুমন কুমার ঘোষ। আক্রান্ত ০৮ আগষ্ট, ভর্তি ১০ আগষ্ট, ২ নং ক্যাবিনে। ৬) একই গ্রামের মনসুর আলী গাজীর স্ত্রী আনোয়ারা খাতুন (৩৮)। আক্রান্ত ১১ আগষ্ট, ভর্তি ১৩ আগষ্ট, ৩ নং ক্যাবিনে। ৭) বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের সোয়েল উদ্দীন গাজীর পুত্র লাভলু গাজী (১৯), আক্রান্ত ০৯ আগষ্ট, ভর্তি ১১ আগষ্ট, ৪ নং ক্যাবিনে। ৮) তেতুলিয়া গ্রামের মাওলানা আব্দুল রাকিবের পুত্র ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র আকিবুল হক (১৬), আক্রান্ত ১৪ আগষ্ট, ভর্তি ১৫ আগষ্ট, সাধারন রোগীদের সাথে ১৯ নং বেডে। কালিগঞ্জ হাসপাতালে ডেঙ্গু কর্ণারে রোগীর বেডের স্বল্পতা, ডাক্তারের অভাব, জরুরী বিভাগে ডাক্তার না থাকা, নার্স দিয়ে কোন রকমে জরুরী বিভাগ চালিয়ে নেওয়া, ওয়ার্ড বয় দিয়ে জরুরী বিভাগে সার্জারী করানো, জেনারেল বেডে ডেঙ্গু এবং সাধারণ রোগীদের একসাথে রাখা। ডেঙ্গু রোগীর কিট পরীক্ষায় অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এমন চিত্র দেখাগেছে ১৫ অাগষ্ট দুপুরে। প্রথম শ্রেনীর নার্স দাবীদার পুতুল রানী হাওলাদার ও রেহানা পারভীন রোগীদের জ্বর ও বিপি পরীক্ষা করলেও হদিস মেলেনী কোন চিকিৎসকের। ওদিকে হাসপাতারের জরুরী বিভাগে মারাত্মক যখমী রোগী থাকলেও দেখা যায়নি ডাক্তারের। উপায়ন্তর না পেয়ে হাসপাতালের মালী আব্দুল হান্নান উপজেলার গোয়ালপোতা গ্রামের আবু তালেব মোড়লের পুত্র শাহাজামানের মাথায় সেলাই দিতে হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com