মঙ্গলবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার বিচারিক হাকিম জুলহাস উদ্দীন।
এদিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন আশুলিয়া থানার এসআই আবু তাহের মিয়া। রিমান্ড আবেদনের বিরোধিতা করে আসামির জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। গত ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা কাফীসহ ৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন রবিউল সানি নামের একজন।
অন্য আসামির মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ফেরদৌস জামান, সদস্য মুহাম্মদ আলমগীর, বিশ্বজিৎ চন্দ্র চন্দ ও সাজ্জাদ হোসেন। এর আগে দুই মামলায় ১৩ দিন রিমান্ডে ছিলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী। ২ সেপ্টেম্বর রাতে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাফীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৫ অগাস্ট সরকার পতনের দিন আশুলিয়া থানায় আক্রমণে যাওয়া জনতার ওপর গুলিতে প্রাণহানির পর মরদেহ ভ্যানে করে নিয়ে যাওয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। তাকে গ্রেপ্তারের পর এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া।তবে পরে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আর কিছু জানানো হয়নি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com