জীবনের নানা দিক দেখেছেন সাদিয়া জাহান প্রভা। জনপ্রিয় এই অভিনেত্রী চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছেন। অভিনয়ে নিয়মিত দেখা যায় না তাকে। বেশ কয়েক বার সিনেমায় নাম লেখাবেন বলেও গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বড় পর্দায় দেখা যায়নি প্রভাকে।
মাঝে এক গায়কের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। এখন সেই গায়ক বিবাহিত। সেসব এখন অতীত। প্রভা চলছেন আপন খেয়ালে। তবে সোশ্যাল হ্যান্ডেলে নিয়মিত তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। যেসব ছবির সঙ্গে জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা শেয়ার করেছেন এই সুন্দরী।
প্রভার কথায়, ‘আমার দিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না। শুধু বলতে চাই, যা ক্ষতি হওয়ার হয়েছে এবং আমাদের এতে কিছুই করার নেই। সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ, আমি সব ব্যথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি।’
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com