কুলাউড়া,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের ‘চাতলাপুর ব্রিজ’ রক্ষায় জেলা প্রশাসনের সহায়তায় বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন চাতলাপুর ব্রিজ এলাকায় গিয়ে বালু মহালদারকে এ নির্দেশনা প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী তিনি শনিবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মনু নদীর চাতলাপুর ব্রিজ রক্ষায় এলাকায় সকল প্রকার বালু উত্তোলন কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।
তিনি আরও জানান, ইজারা এলাকা থেকে বালু উত্তোলনের মেশিনসহ অন্যান্য সরঞ্জাম অপসারণ করা হয়েছে। বর্তমানে চাতলাপুর এলাকায় সকল প্রকার বালু উত্তোলন বন্ধ থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com