সাইমুন মিয়াঃ কারাগারে ‘অসুস্থ’ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা মামুনুর রশিদ নামে এক কয়েদি মারা গেছেন।
শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ‘অসুস্থ অবস্থায়’ তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদক মামলায় কারাবন্দি ছিলেন ৪৬ বছর বয়সি মামুনুর রশিদ। তিনি নারায়ণগঞ্জ সদর থানার পশ্চিম সাজদাইল গ্রামের মো. হোসেনের ছেলে।
তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি বলেন, “ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মামুনুর রশিদ অসুস্থ হয়ে পড়লে তাকে কারা কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষী কাজী নাজমুলসহ কয়েকজন।
“হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।”
তবে কী কারণে মামুনুর রশিদ অসুস্থ হয়ে পড়েছিলেন, কী ধরনের সমস্যা বোধ করছিলেন তিনি, সেসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com