হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের মথুরেশপুরের বিশিষ্ট সমাজ সেবক শেখ আব্দুর রব নিজস্ব অর্থায়নে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার উদ্বোধন করেছেন। রবিবার বিকাল সাড়ে ৫টায় মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর উজ্জীবনী ইনস্টিটিউট সংলগ্নে অত্র ইউপির সাবেক প্রয়ত চেয়ারম্যান শেখ আব্দুল হকের উৎসর্গে পানির ফিল্টার উদ্বোধন করা হয়। শেখ আব্দুর রব উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মৃত সোহরাব আলীর পুত্র। মথুরেশপুর ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য এসএম আবু তাহের তোহারের সভাপতিত্বে ও গুমানতলী কামিল মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুর রব। তিনি বলেন, প্রত্যন্ত এলাকা নিজদেবপুর গ্রাম, এখানে মানুষের বিশুদ্ধ খাবার পানির কষ্ট দীর্ঘদিনের। চলাচলের পথ বিঘ্ন লেগেই আছে। তাই এলাকার মানুষের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার স্হাপন করে দিয়েছি। তাছাড়া রাস্তাঘাট সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত অব্যাহত রেখেছি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য এসএম আবু হাসান, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মহিউদ্দীন আহমেদ, উজ্জীবনী ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মাহমুদন্নবী, ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, গৌবিন্দকাটী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হাসান, সাবেক ছাত্র নেতা সৈয়দ হাসনাত আলী প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com