ঢাকাঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০১৯ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেম ও স্পোর্টস) এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিআরইউ সহ-সভাপতি খোন্দকার কাওছার হোসেন, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, দপ্তর সম্পাদক মোঃ জেহাদ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ, মোহাম্মদ নঈমুদ্দীন ও রাশেদুল হক।
উদ্বোধনী দিনের খেলায় জয় পেয়েছে বাংলাদেশ প্রতিদিন, বিটিভি, সংগ্রাম, ভোরের কাগজ, জনকন্ঠ ও চ্যানেল ২৪। এবারের আসরে ৪০টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৪০ দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।
দিনের প্রথম খেলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন টাইব্রেকারে ২-১ গোলে এটিএন নিউজকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হন সাখাওয়াত কাওসার। বিটিভি টাইব্রেকারে ৩-১ গোলে বিডি নিউজ২৪.কমকে পরাজিত করে। বিটিভির জিয়াদুর রহমান হন ম্যান অব দ্য ম্যাচ। তৃতীয় ম্যাচে বাংলা ট্রিবিউন মাঠে না আসায় চ্যানেল ২৪ ওয়াক ওভার লাভ করে। উত্তেজনাপূর্ণ চতুর্থ ম্যাচে জাগরণের বিরুদ্ধে টসের মাধ্যমে জয় পায় দৈনিক সংগ্রাম। এই ম্যাচে টাইব্রেকারেও নিষ্পত্তি না হলে টসের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। এদিকে ভোরের কাগজ ২-০ গোলে সময়ের আলোকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হন ভোরের কাগজের খোন্দকার কাওছার হোসেন। দিনের শেষ ম্যাচে রাইজিং বিডিকে ২-০ গোলে হারায় দৈনিক জনকন্ঠ। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান জনকন্ঠের মিথুন আশরাফ। এদিকে অভিযোগ দাখিল হওয়ায় নয়া দিগন্ত বনাম বাংলাদেশের খবরের মধ্যকার ম্যাচের ফলাফল স্থগিত করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com