বাউফল প্রতিনিধি।। পটুয়াখালী বাউফলে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী। পরে আহত স্বামীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এই ঘটনা ঘটে। আহত স্বামীর নাম শাকিল হাওলাদার (২৫)। তিনি ওই গ্রামের রফিক হাওলাদারের ছেলে।
শাকিলের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল হাওলাদারের স্ত্রীর নাম সাথী আক্তার (২২)। তিনি একই ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের ইউনুসের মেয়ে। প্রায় এক বছর আগে সাথী আগের স্বামীর বাড়ি থেকে পালিয়ে এসে শাকিলকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের দুজনের মধ্য দ্বন্দ্ব চলে আসছিল। প্রায়ই তাদের মধ্যে পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটেছে। এ নিয়ে একাধিকবার সালিশ হয়। সর্বশেষ শনিবার রাতে তাদের ঝগড়া হয়। রোববার ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যান স্ত্রী।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com