হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির আলোচনা সভা, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার অফিসে রবিবার বিকাল ৫ টার সময় অনুষ্ঠিত হয়। দৈনিক হৃদয় বার্তার সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক আবু সাঈদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক ইদ্রিস আলী, এড খগেন্দ্র নাথ ঘোষ, সাংবাদিক ডি এম কামরুল ইসলাম, এস এম রনি, এম রেজাউল করিম রেজা, সাংবাদিক আবু জাফর, একরামুল কবির, প্রমূখ। সভায় বক্তাগন বলেন সাতক্ষীরার মানুষ সরকারি সকল হাসপাতাল থেকে কাংখিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল, যক্ষ্মা হাসপাতালসহ মা ও শিশু সাস্থ্য কেন্দ্র ডাক্তার ও কর্মকর্তাসহ কর্মচারীরা সঠিক ভাবে দায়িত্ব পালন করছে না। সাস্থ্য সেবাই যে সকল কর্মকর্তা ও কর্মচারীরা অফিস সময় মত করে না। শুধু তাই নয় যে সকল রুগী হাসপাতালে সেবা নিতে আসে বিভিন্ন ভাবে হয়রানি সহ দালাল ও প্রতারনার শিকার হয়। অধিকাংশ সরকারি ডাক্তার অফিস টাইমে বেসরকারী ও ব্যক্তিগত ক্লিনিক নিয়ে ব্যস্ত থাকে যাহা হাসপাতাল কতৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়না। সভায় সাতক্ষীরার সদর হাসপাতাল, মেডিকেল কলেজের বিভিন্ন অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানব বন্ধন, জনসচেনতাসহ কতৃপক্ষের সাথে মিটিং করা এবং আগামী ২৬ অক্টোবর শনিবার সকাল ১০ টার সময় সাতক্ষীরা খুলনার রোড মোড় সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিককে অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে মানব ও প্রতিবাদ সভার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত মানব বন্ধনে সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির সদস্যসহ সকল সামাজিক সংগঠন ও সেচ্ছাসেবক ও সুশীল সমাজ এর ব্যক্তিদের যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির আহবায়ক ও সদস্য সচিব।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com