স্বপ্না শিমু ,জর্ডান থেকে।। জর্ডানের বেশ কয়েকটি অ্যাপারেল কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডর (বোয়েসেল) মাধ্যমে ৭৩৮জন নারী ও পুরুষ কর্মী নিয়োগ দেবে।কর্মীদের থাকা, খাওয়া, চিকিৎসা ফ্রী।এছাড়া নিয়োগ প্রাপ্ত কর্মীদের আসা যাওয়ার বিমান ভাড়া দেবে।নিয়োগকারী প্রতিষ্ঠান সম্প্রতি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বোয়েসেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়,টুসকার অ্যাপারেল কোম্পানিতে মেশিন অপারেটর পদে ২৫০জন নারী কর্মী নেওয়া হবে।
প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০থেকে ৩৫বছরের মধ্যে হতে হবে।মাসিক মূল বেতন ২১,১১৮টাকা।ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে মেশিন অপারেটর পদে ৩০০জন নারী কর্মী নেওয়া হবে।
প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক মূল বেতন ২১,১১৮টাকা।
জিয়া অ্যাপারেল কোম্পানিতে মেশিন অপারেটর পদে ২০০জন নারী কর্মী নেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।মাসিক মূল বেতন ২১,১১৮টাকা।
বোয়েসেল জানিয়েছেন জর্ডানসহ বিদেশফেরত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে এবং বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনদধারী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com