সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে ভারতের কলকাতার কল্যাণী মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নিহত অসীম বরণ চক্রবর্তী সাতক্ষীরার আশাশুনি গ্রামের কুঞ্জন চক্রবর্তীর ছোট ছেলে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর তিনিও ভারতে চলে যান। কলকাতার কল্যাণীতে নিজের তৈরি বাড়িতে ছেলের কাছে ওঠেন। তার সন্তান ও তিনি সেখানে থাকলেও তার স্ত্রী চাকরির সুবাদে সাতক্ষীরায় থাকেন।
নিহত অসীম বরণ চক্রবর্তীর আত্মীয় (শ্যালক) অনাল ব্যানার্জী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অনাল ব্যানার্জী সাংবাদিকদের আরো জানান, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে কল্যাণীর নিজের বাসা থেকে বাইসাইকেলযোগে শ্যালক উত্তমের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com