পঞ্চাশের দশকে ইন্টারনেট আবিষ্কার হলেও সর্বপ্রথম অনলাইন সংবাদপত্র প্রকাশিত হয় ১৯৭৪ সালে, যার নাম ছিল নিউজ রিপোর্ট। পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদপত্র তাদের ছাপা সংস্করণের পাশাপাশি অনলাইন সংস্করণ চালু করে। দিন যাচ্ছে আর তথ্যপ্রযুক্তির উন্নয়ন ঘটছে। আর্থ-সামাজিক উন্নয়ন অগ্রগতিতে, মানুষের জীবনমান উন্নয়নে, পারিপাশির্^ক অবস্থার ইতিবাচক পরিবর্তনে খবরের কাগজ ও টেলিভিশন এবং রেডিও মানুষের যে প্রয়োজন মেটাতে পারছিল না, তা পূরণে অনেকাংশে সক্ষম হয়ে উঠেছে অনলাইন সংবাদপত্র বা নিউজ পোর্টাল। বিশেষ করে মোবাইলফোন ইন্টারনেটের বিস্তৃতির সঙ্গে সঙ্গে অনলাইন সংবাদপত্রের সংখ্যা বেড়েছে অনেক দ্রুত।
একবিংশ শতাব্দীর প্রথম ভাগ অর্থাৎ ২০০৪ সালে যাত্রা শুরু করে দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ২৪.কম। বিশিষ্ট সাংবাদিক আলমগীর হোসেন ছিলেন এর প্রধান সম্পাদক ও অন্যতম উদ্যোক্তা। তবে আর্থিক সংকটের কারণে ২০০৬ সালের সেপ্টেম্বরে বিডিনিউজের মালিকানা কিনে নেন বিবিসি’র সাবেক সাংবাদিক তৌফিক ইমরোজ খালেদী। সেই ধারাবাহিকতায় ২০০৯ সালের ১১ মার্চ খ্যাতিমান সাংবাদিক আবুল কালাম আজাদ এর সম্পাদনায় একটি নিরপেক্ষ সংবাদপত্র স্লোগান ধারণ করে patradoot.com নামে সাতক্ষীরা জেলায় প্রথম অনলাইন সংবাদপত্রের আত্মপ্রকাশ ঘটে যা ২০১০ সালের ০৪ মার্চ তৎকালীন জেলা জাসদের সাধারণ সম্পাদক স.ম আলাউদ্দিনের মেয়ে লায়লা পারভীন সেঁজুতি এর সম্পাদনায় patradoot.net নামে রূপান্তরিত হয়। একই বছরের ১৪ জুন সদর উপজেলার ঝাউডাংগা গ্রামের মোঃ আব্দুল হান্নান এর সম্পাদনায় satkhiranews.com নামে আরও একটি অনলাইন সংবাদপত্র যাত্রা করে। এরপর ইন্টারনেটের ব্যাপক প্রসার, কম্পিউটার ও মোবাইল ফোনের সহজলভ্যতা প্রযুক্তিভিত্তিক নতুন এই দুটি অনলাইন সংবাদপত্রদ্বয়কে দ্রুত জনপ্রিয়তা এনে দিয়েছিল। এই অনলাইন সংবাদপত্রের কল্যাণে মানুষ বাসা-বাড়ি, অফিস তো বটেই, চলতি পথেও জেনে নিতে পেরেছিল দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ।
একবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ অর্থাৎ ২০১২ সালের ২০ মার্চ জেলা জামায়াতের প্রধান মিডিয়া সমন্বয়কারী আবু সাঈদ এর সম্পাদনায় crimebarta.com নামে একটি অনলাইন সংবাদপত্র প্রকাশিত হয়। একই বছরের ২৪ এপ্রিল কালিগঞ্জ উপজেলা বাসদ এর সমন্বয়ক মোঃ ইশারত আলী এর সম্পাদনায় satkhiranews24.com নামে প্রথম কালিগঞ্জ উপজেলায় অনলাইন সংবাদপত্রের আত্মপ্রকাশ ঘটে। ২০১৩ সালের ১৪ মে মোঃ জাকির হোসেন সম্পাদিত satkhiratoday.com নামে অনলাইন সংবাদপত্র প্রকাশিত হয়, যার অফিস শহরের আবুল কাশেম সড়ক সংলগ্ন সৌদিয়া বাস কাউন্টার এর দ্বিতীয় তলাতে ছিল। একই বছরের কালিগঞ্জের সন্তান নিয়াজ কওছার তুহিন এর সম্পাদনায় shomoynews24.com নামে এবং ১২ নভেম্বর সাতক্ষীরা জেলার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলামের সম্পাদনায় dainikdristipat.com নামে, ২০১৫ সালের ১৮ জানুয়ারি তালার উপজেলার মোঃ রবিউল ইসলাম এর সম্পাদনায় dalitvoice24.com নামে, ১৯ মার্চ একই উপজেলার মানিকহার গ্রামের সন্তান এম কামরুজ্জামান এর সম্পাদনায় voiceofsatkhira.com নামে, ১৪ জুলাই উত্তর পলাশপোল এলাকার মৃত. কোমর উদ্দীন সরদারের ছেলে আবু আহম্মেদ এর সম্পাদনায় kalerchitra.com নামে, ০২ সেপ্টেম্বর শ্যামনগর উপজেলার জি এম আকবর কবীরের সম্পাদনায় sundarbanbarta.com নামে এবং ৩ ডিসেম্বর dainikshomoy.com নামে, ২০১৬ সালের ১৯ জুলাই ইসলামী ছাত্র শিবিরের শিশু কল্যাণ বিভাগ ও অন্যতম রিক্রুটিং সংগঠন ‘ফুলকুড়ি আসর’ এর সাংস্কৃতিক সম্পাদক, একই সংগঠনের সাতক্ষীরা শহর শাখার কিশোর থিয়েটারের পরিচালক, গোলাম কুড়ি ক্রোড়পত্রের সহযোগী সম্পাদক, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি এর জেলা শাখার সদস্য সচিব, গণজারণ মঞ্চ জেলার মুখপাত্র ও জাসদ-ইনু গ্রুপের নেতা স.ম হাফিজুর রহমান মাসুমের সম্পাদনায় dailysatkhira.com নামে, ২৩ জুলাই নাট্যকর্মী বরুণ ব্যানার্জির সম্পাদনায় dainiksatkhira.com নামে, ২৪ জুলাই আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের শেখ আশিকুর রহমানের সম্পাদনায় dakshinbangla.com নামে, ২৫ জুন রামকৃষ্ণ চক্রবর্তীর সম্পাদনায় times of satkhira.com নামে, একই তারিখে জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলী এর সম্পাদনায় satkhiraprotidin.com নামে, ১৭ ডিসেম্বর তালা উপজেলার কৃর্তিসন্তান প্রণব ঘোষ বাবলুর সম্পাদনায় talanews24.com নামে, ২৬ ডিসেম্বর কলারোয়া উপজেলার সন্তান আরিফ মাহমুদ এর সম্পাদনায় kalaroanews.com নামে, ২০১৭ সালের ২০ এপ্রিল dakhinerkonthosor.com নামে, ১০ আগস্ট অধ্যাপক ইউসুফ আব্দুল্লাহ সম্পাদিত satkhira24news.com নামে, ২৫ আগস্ট এইচএম বিল্লাহ মেহেরব সম্পাদিত bdnewspoint24.com নামে, ২৫ সেপ্টেম্বর অধ্যক্ষ আক্তারুজ্জামান সম্পাদিত dailyavasnews.com নামে, ১৯ অক্টোবর জিএম মোশারফ হোসেন সম্পাদিত shamoybarta.com নামে, ২১ অক্টোবর সৈয়দ হাসান ইমাম সম্পাদিত ekusheynews.net নামে, ২৭ অক্টোবর shyamnagartimes.com নামে, ০৩ নভেম্বর মোঃ আলতাফ হোসেন সম্পাদিত satkhiratimes24.com নামে, ১১ নভেম্বর dearsbd24.com ১৯ নভেম্বর স্বনামধন্য চিকিৎসক ডাঃ মোঃ ওবায়দুল্লাহ এর ছেলে মোঃ নিয়াজ ওয়াহিদ সম্পাদিত updatesatkhira.com নামে, ২৩ নভেম্বর পাটকেলঘাটার সাংবাদিক মোঃ আব্দুল মতিন সম্পাদিত bbcsatkhira.com নামে, ২০১৮ সালের ১৯ জানুয়ারি মোঃ শাহ আলম সম্পাদিত satkhirasangbad.com নামে, একই তারিখে ধূলিহরের মোঃ আজিজুল ইসলাম সম্পাদিত hellownews24.com নামে, ২১ জানুয়ারি অধ্যক্ষ আশেক-ই-এলাহী সম্পাদিত dakshinermashal.com নামে, ০৭ ফেব্রুয়ারি মোঃ কবির নেওয়াজ সম্পাদিত mkprotidin.com ও somoyerbulletin.com নামে, ২৬ ফেব্রুয়ারি একেএম আনিছুর রহমান সম্পাদিত suprovatsatkhira.com নামে, ১১ মার্চ শেখ রফিকুল ইসলাম রানা সম্পাদিত sundarbantimes.com নামে, ৩০ এপ্রিল খন্দকার আনিসুর রহমান সম্পাদিত deshjuray360.com নামে, ০২ মে মোঃ জাবের হোসেন সম্পাদিত lalsobujerkotha.com নামে, ১৪ মে এসকে কামরুল হাসান সম্পাদিত dainiksatkhirabarta.com নামে, ২৫ মে নাজমুল হক সম্পাদিত digitalsatkhira.com নামে, ০১ জুন আব্দুর রহমান সম্পাদিত satkhirajournal.com নামে, ১২ জুন জাহিদ হোসাঈন সম্পাদিত satkhiravision.com নামে, ২১ জুলাই সুজন কুমার ঘোষ সম্পাদিত satkhirrkantho.com নামে, ২০১৯ সালের ৩০ মার্চ সৈয়দ হাসান ইমাম সম্পাদিত satkhiraprobaho.net নামে, একই তারিখে মোঃ আমিনুর রহমান সোহাগ সম্পাদিত sundarbontimes.com নামে, ১৪ জুন পলাশ ম-ল সম্পাদিত sobujbangla24.com নামে, ২৭ জুন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি সম্পাদিত theeditors.net নামে, ১ জুলাই শেখ হাসান গফুর সম্পাদিত dainikajkerbani.com নামে, ১২ জুলাই হাবিবুর রহমান সম্পাদিত dailysatnadee.com নামে, ১৭ আগস্ট নিয়াজ কাওছার তুহিন সম্পাদিত shomoynews24.com নামে, ৯ জুলাই মোঃ জাকির হোসেন লস্কর শেলী সম্পাদিত satkhiraprotidin.net নামে, ১ ডিসেম্বর অ্যাড. এএফএম এন্তাজ আলী এর ছেলে মাহমুদ আলী সুমন সম্পাদিত aloketosatkhira.com নামে, ২৫ ডিসেম্বর রফিকুল আলম সম্পাদিত amadersatkhira.com নামে, ২০২০ সালের ২৭ জানুয়ারী এম আওসাফুর রাহমান আকাশ সম্পাদিত dainikparibarton.com নামে, ২৩ মার্চ সেলিম হোসেন সম্পাদিত jagosatkhira.net নামে, ৩ মে মোঃ ইয়ারব হোসেন সম্পাদিত samajeralo.com নামে, ০৫ জুন শেখ আমিনুর হোসেন সম্পাদিত deshtimes24.news নামে, ১৩ জুন কলারোয়া উপজেলার মোঃ আরিফুল হক চৌধুরী সম্পাদিত dainiknatunsurjo.com নামে, ১৮ আগস্ট শেখ ইলিয়াস হোসেন রুবেল সম্পাদিত updatebarta24.com নামে, ০৬ ডিসেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতা জিএম আলমগীর হোসেন মিঠু সম্পাদিত manobchitra.com নামে, ২০২১ সালের ০৩ ফেব্রুয়ারি আব্দুল হামিদ রানা সম্পাদিত satkhiratribune.com নামে, ১৩ জুলাই রামকৃষ্ণ চক্রবর্তী সম্পাদিত sonkalponews.com নামে, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি হাফিজুর রহমান শিমুল সম্পাদিত bijoynewsbd24.com নামে, ২৪ জুন মোঃ ফিরোজ হোসেন সম্পাদিত sokalerkotha24.com নামে, ০৬ জুলাই তারেকুজ্জামান খান সম্পাদিত Z satkhirarsakal.com নামে, ২৩ অক্টোবর জিএম মেহেদী মারুফ সম্পাদিত alocitonews.com নামে, ২৯ অক্টোবর শেখ ইলিয়াস হোসেন সম্পাদিত dailysatkhirakontho.com নামে, ২০২৩ সালের ০৮ জানুয়ারি কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু সম্পাদিত satkhirachitra.com নামে, ২১ মার্চ alorporosh.com নামে, ০৫ মে জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন সম্পাদিত satkhirapost.com নামে, ০৫ অক্টোবর মোঃ আরিফুজ্জামান আপন সম্পাদিত satkhiralive.com নামে, ০৯ অক্টোবর মোঃ আবুল কালাম সম্পাদিত muktoshadhin.com নামে, ১৮ অক্টোবর jonopod.net নামে, ২৮ অক্টোবর পাটকেলঘাটা থানার কাশিয়াডাংগা গ্রামের মোঃ আল আমিন সম্পাদিত dainiksonarbangladesh.com নামে, ১৪ নভেম্বর মোশারফ হোসেন সম্পাদিত kalerkhea.com নামে, ২০২৪ সালের ০৯ ফেব্রুয়ারি আহসানুর রহমান রাজীব সম্পাদিত satkhirarkhabor.com নামে, ১৮ ফেব্রুয়ারি আবু নাসের মোঃ আবু সাঈদ সম্পাদিত jugerbarta.online নামে, ২৭ জুন রাজীব হাসান রিমু সম্পাদিত bartomansatkhira.com নামে, ০১ আগস্ট মোঃ আবু হুরাইরা সম্পাদিত satkhiratoday.com নামে, ২৭ আগস্ট সেলিম হায়দার সম্পাদিত talarkhabor.com নামে, ২০ অক্টোবর সৈয়দ মাসুদ রানা সম্পাদিত suprovatbangla.com নামে অনলাইন সংবাদপত্র প্রকাশিত হয়। এছাড়াও খন্দকার আওরঙ্গজেব সম্পাদিত satkhirasomoy.com, মীর খায়রুল আলম সম্পাদিত ourpriyosatkhira.com, গাজী সাহাজান সম্পাদিত gazinews.net ও gazinews24.com, মোঃ তুহিন হোসেন সম্পাদিত nokhatronews24.com, জিএম হাবীব সম্পাদিত bbcpratidin.com, এসএম রেজাউল করিম সম্পাদিত sangbadsomoy.com, আব্দুল্লাহ আল মামুন সম্পাদিত dailypransayer.com, কর্ণ বিশ^াস কেডি সম্পাদিত insidetribune.com, মোঃ সাকিবুর রহমান সম্পাদিত peoplessound24.com, সেলিম হায়দার সম্পাদিত greenbangla.com, মোঃ মুজিবুর রহমান সম্পাদিত patkelghatanews.com, জাহাঙ্গীর আলম লিটন সম্পাদিত newsofkalaroa.com, সুজন ঘোষ সম্পাদিত sundarbantv.com আল ইমরান সম্পাদিত deshjurey.com, মেহেদী হাসান রনি সম্পাদিত Z alorjatra.com, সৈয়দ আমিনুর রহমান বাবু সম্পাদিত ekattorbangla.net,, আবু রায়হান সম্পাদিত deshodosh.com, আশিকুর রহমান সম্পাদিত dakinbangla.com, সাখাওয়াত উল্লাহ সম্পাদিত satkhiradaigest.com, তাজমিনুর রহমান টুটুল সম্পাদিত purbobassatkhira.com, মোঃ আসাদুজ্জামান আসাদ সম্পাদিত newsofsatkhira.com, শেখ মাহমুদুল ফিরোজ বাবলু সম্পাদিত news24shyamnagar.com, জেলা মহিলা আওয়ামীলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক জোৎন্সা আরা সম্পাদিত khoborsatkhira.com, মোঃ মামুন হোসেন সম্পাদিত satkhirasongbad.com, মোঃ কামরুজ্জামান কাজল সম্পাদিত quicknews.com, ওসমান গণি সোহাগ সম্পাদিত dainikkontho.com, আব্দুল হাই সিদ্দিকী সম্পাদিত amagosatkhira.com, আব্দুল ওয়ারেশ খান চৌধুরী সম্পাদিত surjeralo.net, সাথী সম্পাদিত dailyajkersatkhira.com, মোহাম্মাদ রফিকুজ্জামান সম্পাদিত satghoria.com, আসিফ মাহমুদ সম্পাদিত satkhiravision24.com, শেখ কামরুল ইসলাম সম্পাদিত dailyalormicil.com, মোঃ আব্দুস সালাম সম্পাদিত dainikbetnanadee.com, শফিকুজ্জামান সম্পাদিত khoborsatghoria.com, মাহমুদুল হাসান শাওন সম্পাদিত satkhiraexpress.net, জেলা আওয়ামীলীগের প্রাক্তন শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন সম্পাদিত alokitasatkhira.com, প্রণব ঘোষ বাবলু সম্পাদিত jonopodtimes.com, শেখ কামরুল ইসলাম সম্পাদিত gramerkatha.com, মোঃ জামাল উদ্দিন সম্পাদিত shimanto.news, নজরুল ইসলাম সম্পাদিত indepentnews.com, মোঃ তুহিন হোসেন সম্পাদিত ajkarsatkhiradarpan.com, হাসানুর রহমান হাসান সম্পাদিত satkhirapress.com নামে অনলাইন সংবাদপত্র প্রকাশিত হয়। এছাড়াও satkhiranews.net, dainiksatkhirakhobor.com, amadarkhobor.com, dainikshomoy.com, ndnewsbd.com, ntvstk.com dainikpatkelghata.com, jagosatkhiranews.com, mrbarta.net, satkhiratv.com, priyosatkhira.com, onlinesatkhira.com, dainiksatkhirakhobor.com, satkhirasomoy.com, banglenewsaltime.com নামে অনলাইন সংবাদপত্র প্রকাশ ঘটেছে। এমনকি অনলাইন সংবাদপত্রগুলো এখন তাৎক্ষণিক ঘটনার সংবাদ পরিবেশনের পাশাপাশি জাতীয়, রাজনীতি, অর্থনীতি-ব্যবসা, খেলাধুলা, মুক্তমত, বিনোদন, লাইফস্টাইল, আইন, ধর্ম, স্বাস্থ্য, শিক্ষা, সাহিত্য, ফিচার, ধর্ম-দর্শন, বিজ্ঞান-প্রযুক্তি, মতামতসহ বিশেষ প্রতিবেদন ও সাক্ষাৎকার প্রকাশ করছে। তবে ঐ অনলাইন সংবাদপত্রে সম্পাদকদ্বয়ের নাম পাওয়া যায়নি। প্রয়াত অনলাইন সংবাদপত্রের সম্পাদকের তালিকায় রয়েছেন- মোঃ আজিজুল ইসলাম, সদরুল কাদির শাওন, মোঃ নুরুজ্জামান, একেএম আনিছুর রহমান, তাজমিনুর রহমান টুটুল, নজরুল ইসলাম।
ডিজিটাল সাংবাদিকতা, যা নেটিজেন সাংবাদিকতা বা অনলাইন সাংবাদিকতা নামেও পরিচিত, সাংবাদিকতার একটি সমসাময়িক রূপ যেখানে সম্পাদকীয় বিষয়বস্তু ইন্টারনেটের মাধ্যমে বিতরণ করা হয়, মুদ্রণ বা সম্প্রচারের মাধ্যমে প্রকাশের বিপরীতে। এছাড়াও সাংবাদিকতা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান-বিজ্ঞান চর্চা ও মানবিক চেতনা বিকাশের কেন্দ্র এবং নীতি- নৈতিকতা, দায়-দায়িত্ব ও বুদ্ধি-বিবেকের আধার। তাই সৃজনশীল গণমাধ্যম ও সম্মানজনক পেশা হিসেবে সংবাদপত্র অগ্রগণ্য। তবে সবচে’ ঝুঁকিপূর্ণ এবং সাহসী, সংবেদনশীল ও নির্মোহ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও গণসম্পৃক্ত সার্বক্ষণিক পেশা সাংবাদিকতা। উপরিউক্ত মাধ্যমের পাশাপাশি দেশের বিভিন্ন অনলাইন সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন জেলা-উপজেলার বিভিন্ন কর্মরত সাংবাদিকবৃন্দ। এরমধ্যে মমতাজ আহমেদ বাপী, মিজানুর রহমান, রুহুল কুদ্দুস, মোস্তাফিজুর রহমান উজ¦ল, কালিদাস কর্মকর, শরীফুল্লাহ কায়সার সুমন, মনিরুল ইসলাম মিনি, আব্দুল জলিল, আবুল কাসেম, এম জিল্লুর রহমান, মোঃ আসাদুজ্জামান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম, আক্তারুজ্জামান বাচ্চু, শেখ তানজির আহমেদ, মোঃ আব্দুস সামাদ, রঘুনাথ খাঁ, আসাদুজ্জামান সরদার, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, এসএম আকরামুল ইসলাম, সোহাগ, মো. মুনসুর রহমান, অসীম কুমার বিশ্বাস, মো. নিয়াজ ওয়াহিদ, মো. আলতাফ হোসেন, মো. আব্দুর রহমান, মো. আশিক সরদার, শেখ জাহাঙ্গীর আলম, আবু বক্কর সিদ্দিক, মো. বায়েজীদ হাসান, মিলন কুমার বিশ্বাস, শেখ আনিসুজ্জামান রেজা, মো. মোমিনুর রহমান, শাহিদুর রহমান, মো. নিজাম উদ্দিন সরদার, হোসেন আলী, শেখ ফারুক হোসেন, ইয়ারুল ইসলাম, জাকির হোসেন মিঠু, শাহিনুর রহমান, মো. মোশারফ হোসেন, হারুন-উর-রশিদ, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সোহাগ হোসেন, মো. ইলিয়াস হোসেন, আব্দুল্লাহ আল মামুন, গাজী শাহাজাহান, মো. হাফিজুর রহমান, মো. ইসারাত আলী, শেখ সেলিম হোসেন, মো. খায়রুল ইসলাম, ফারুক হোসেন, মো. আরাফাত আলী, মো: মারুফ আহম্মেদ খান (শামীম), মো: জাহিদ হোসাইন, মো: সেলিম হোসেন, গাজী হাবিবুল বাসার, ইব্রাহিম খলিল, শেখ রিজাউল ইসলাম, নাজমুল শাহাদাৎ জাকির, মুরশিদ, ইছাক আলী, মিজানুর রহমান, আজিজুর রহমান, সোহারাফ হোসেন, নাহিদ হাসান লিটু, শেখ ফারুক হোসেন, মো. আরিফ হোসেন, মাসুদ রানা মিঠু, মোস্তাফিজুর রহমান, আজাদ হোসেন টুটুল, এম ইদ্রিস আলী, আজাহারুল ইসলাম সাদী, আব্দুস সালাম দফাদার, মো. ইদ্রিস আলী, মনিরুল ইসলাম মুন্না, খান নাজমুল হোসেন, মো. হাসান, মো. রবিউল ইসলাম শুভ, বিএম বাবলুর রহমান, এস এম আশরাফুল ইসলাম, মো. মোতালেব সরদার প্রমূখ অন্যতম। এছাড়াও বিভিন্ন সময়ে অনলাইন সংবাদপত্রের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন মোঃ একরামুল কবির, এসএম আব্দুল্লাহ, মুজাহিদুল ইসলাম, তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, মোঃ আদম আলী, মিলন দাস, হাবিবা খাতুন, মিজানুর রহমান, আবু রায়হান মিকাঈল, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আসাদুজ্জামান, শেখ আমজাদ হোসেন, মোঃ মেহেদী হাসান তপু, কাজী মিয়ারাজ, শেখ আনিসুজ্জামান রেজা, নাছিম ফারুক খান মিঠু, আবুল কালাম বাবলা, কল্যাণ ব্যানার্জী, মাসুমা ইয়াসমিন, তানজিম কামাল তমাল, ইয়ারুল ইসলাম, আবু রায়হান, মনিরুজ্জামান মিশুক, মোঃ আব্দুল কাদের, মোঃ নুরুল হক, আরিফ বিল্লাহ, শেখ সিরাজুল ইসলাম, শেখ তামিম আহমেদ সোহাগ, শরিফুল ইসলাম, শামীম রেজা, জাকির হোসেন মিঠু।
২০০৯ সালের পর জেলায় প্রায় দেড় শতাধিক অনলাইন সংবাদপত্রের প্রকাশ ঘটেছে। তবে ২০২৪ সালের ৩ জানুয়ারি কালিগঞ্জ থানার অন্তর্গত নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের মোঃ কবির নেওয়াজ রাজ সম্পাদিত mkprotidin.com নামের একটি অনলাইন সংবাদপত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত হয়, যা নিবন্ধিত অনলাইন মিডিয়া তালিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরির ২০০ ক্রমিকে অন্তর্ভুক্ত। এছাড়াও শ্যামনগরের মোঃ আনিছুর রহমান সম্পাদিত gonotv.com নামে সরকার অনুমোদনপ্রাপ্ত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল যার লাইন্সেস নং-১৯৩৭৬৫। তাছাড়া মোটামুটি পেশাদারিত্ব বজায় রেখে টিকে আছে এমন অনলাইন সংবাদপত্রের সংখ্যা দু’চারটি। বেশির ভাগ অনলাইন সংবাদপত্রে নিজস্ব কনটেন্ট খুবই কম, মূলধারার গণমাধ্যমগুলোর অনলাইন ভার্সন থেকে কপি করেই চলছে। অনলাইন সংবাদপত্রগুলো ন্যূনতম নীতিমালার আওতায় আনা জরুরী। সেটি করতে ব্যর্থ হলে মূলধারার সংবাদপত্রগুলো ক্ষতির সম্মুখীন হবে।
তথ্যসূত্রঃ
১। জেলা তথ্য বাতায়ন।
২। ডিজিটাল সাংবাদিকতা, উইকিপিডিয়া।
৩। জহির উদ্দিন বাবর, সময় এখন অনলাইন সংবাদমাধ্যমের, insaf24.net, তারিখ- ২২ মে ২০২০।
৪। আরিফুল ইসলাম আরমান, বাংলাদেশে অনলাইন নিউজ পোর্টাল, সংবাদ উৎস ও গ্রহণযোগ্যতা, jagonews24.com, তারিখ- ১৪ ফেব্রুয়ারি ২০১৫।
৫। সাংস্কৃতিক সম্পাদক, ফুলকুড়ি আসর, ১৯৯৭-১৯৯৮। পরিচালক, কিশোর থিয়েটার, ফুলকুড়ি আসর, সাতক্ষীরা শহর শাখা, ১৯৯৮-১৯৯৯। সহযোগী সম্পাদক, গোলাপ কুড়ি-ক্রোড়পত্র, ২৩ ও ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সংখ্যা।
৬। স্বাক্ষর অস্পষ্ট, ড. ভেনিসা রডিক্স, উপসচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রেস-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, স্মারক নং- ১৫.০০.০০০০.০১৯.২২.০০১.২৩-০৪, তারিখ- ০৩ জানুয়ারী, ২০২৪।
৭। স্বাক্ষর অস্পষ্ট, মোঃ আব্দুল জলিল, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রটোকল), তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, তারিখ- ২৩ জানুয়ারী, ২০২৪।
৮। দ্যুতিময় বুলবুল, সংবাদপত্র ও সাংবাদিকতা, protidinersangbad.com, তারিখ- ২২ জুন, ২০১৭।
লেখকঃ মোঃ মুনসুর রহমান, বার্তা সম্পাদক, সাপ্তাহিক সূর্যের আলো। মোবাইল নং-০১৭৫৪২৪১৩৮৮।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com