সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর সাথে মন্ত্রণালয়ের অফিস কক্ষে কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সেচি এর নেতৃত্বে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
কমনওয়েলথের মহাসচিবকে অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সুযোগ সৃষ্টি হয়েছে ডঃ মুহাম্মদ ইউনুসে নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর জনমানুষে জেগেছে বৈষম্যহীন মুক্ত মানবিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। নতুন এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। উপদেষ্টা বাংলাদেশের উন্নয়নে কমনওয়েলথ দেশগুলোর সহযোগিতা কামনা করেন। কমনওয়েলথের সহকারী মহাসচিব বলেন আমরা সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত আছি।
সৌজন্য সাক্ষাৎকারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com