পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় ভয়াবহ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক গাড়িচালক নিহত এবং একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাশীনাথপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
**নিহতের পরিচয়:**
নিহত আব্দুর রাজ্জাক (৩৫), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী শেলা চাপড়ি গ্রামের বাসিন্দা এবং কাশীনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। আহত জব্বার আলী (২৫) নীলফামারীর বাসিন্দা এবং কাশীনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে বাবুর্চি হিসেবে কাজ করেন।
**ঘটনার বিবরণ:**
কাশীনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান আলী জানান, জব্বার আলী প্রায় ৪ বছর ধরে কাশীনাথপুর ফায়ার সার্ভিসে বাবুর্চির দায়িত্ব পালন করছেন। তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে ফায়ার সার্ভিসে নিয়োগপ্রাপ্ত হন। পাশাপাশি কাশীনাথপুর বাজারের পাশে একটি ভাড়া কক্ষে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলের ব্যবসাও করতেন। মঙ্গলবার রাতে বন্ধু আব্দুর রাজ্জাককে সাথে নিয়ে মোটরসাইকেলে তার ব্যবসা প্রতিষ্ঠানে যান জব্বার।
অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় হঠাৎই একটি বিস্ফোরণ ঘটে। এতে আব্দুর রাজ্জাকের শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার হাত ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন এবং আহত জব্বার আলীকে ভর্তি করা হয়।
**পুলিশি তদন্ত:**
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিআইডি দল সেখানে তদন্ত শুরু করেছে। পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের প্রক্রিয়া চলছে।
**স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য:**
ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান আলী জানান, অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলের বিষয়ে স্টেশন কর্তৃপক্ষ আগে থেকে অবগত ছিল না।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com