কুলাউড়া,মৌলভীবাজার প্রতিনিধি।।পিলখানা হত্যাকান্ডের ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনের হত্যার বিচারে দাবিতে সুষ্ঠ তদন্ত ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল সদস্যকে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুঃনবহালের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বিডিআর কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সুবেদার মোতালেব হোসেনের সভাপতিত্বে।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিলদার ফজলুল হক,হাবিলদার শিশির আহমদ, নায়েক মনির মিয়া,সিপাহী সুরেশ কুমার,সিপাহী আব্দুল মান্নানের মেয়ে মুনমুন নাহার।
সময় বক্তারা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তাদের যে সকল দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com