ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাদেক খান। ঢাকার মোহাম্মদপুর ও সংলগ্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, মাদক কারবারসহ বহু অভিযোগ তাঁর বিরুদ্ধে। এলাকায় তাঁর পরিচিতি দখলবাজ হিসেবে। সরকারি জমি, হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি, অন্যের জায়গা দখল করেছেন দেদার। বাদ যায়নি কবরস্থান, শ্মশানও। দখল করা জায়গায় নিজের নামে করেছেন আবাসন প্রকল্প, পেট্রোল পাম্প, মার্কেট কিংবা বস্তি।
এমপি হওয়ার আগে চার মেয়াদে ওয়ার্ড কাউন্সিলর ছিলেন সাদেক খান। তখনই তাঁর দখলবাজির হাতেখড়ি। এলাকার লোকজনের মতে, সাদেক খান বংশগতভাবেই ‘দখলবাজ’। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়ে তা পূর্ণতা পায়। দখল সাম্রাজ্য টিকিয়ে রাখতে গড়ে তোলেন ক্যাডার বাহিনী আর কিশোর গ্যাং। তাঁর বিরুদ্ধে কেউ কিছু বললে কঠোরভাবে শায়েস্তা করা হতো।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com