মাসুম বিল্লাহ আরিফ।। আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয় কর্মসূচিসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আসন্ন বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সকলের সহযোগিতায় একটি উৎসবমুখর পরিবেশে আগামী ১৬ ডিসেম্বরে মহান বিজয় দিবস উদযাপিত হবে। দিনটিকে উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সকলে যথাযথভাবে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজয় দিবসে যে সকল জায়গায় লোকসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে সেসকল জায়গায় প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করে দায়িত্ব পালন করতে হবে।
সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্যেয় গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়া সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনারগণ তাদের গৃহীত ট্রাফিক পরিকল্পনা সভায় উপস্থাপন করেন।
এরপর দিবস দুটির নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভায় উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের প্রতিনিধি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com