ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, পুলিশ ও সাংবাদিক সমাজের কল্যাণেই কাজ করে থাকে। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে দেশ ও সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে, অপরাধ দূর হবে ও সাম্য প্রতিষ্ঠিত হবে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর কার্যনির্বাহী কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎকালে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, দুই কোটি সম্মানিত নগরবাসীর নিরাপত্তায় আমরা দিন-রাত কাজ করছি। নগরবাসীকে যেন তাদের কাঙ্খিত আইনানুগ সেবা দিতে পারি সেজন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে। সমাজে নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে আপ.নাদের ভূমিকা অনেক। কারণ আপনারা হলেন সমাজের দর্পণ। আপনারা প্রচার-প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে পারেন।
তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আপনাদের সহযোগিতা নিয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে।
নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এ শহরের রাস্তা অনেক কম কিন্তু যানবাহন অনেক বেশি। এই সীমাবদ্ধতার মাঝেও যেন আমরা ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি ও মানুষ যেন ট্রাফিক আইন মেনে চলে সেই লক্ষ্যে ডিএমপির ট্রাফিক বিভাগ কাজ করছে।
কমিশনার বলেন, জুলাই-আগস্টকে কেন্দ্র করে যে সকল মামলা হয়েছে, সেই মামলাগুলোতে যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা জড়িত নয় তাদের ভয় পাওয়ার কিছু নেই তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। অসৎ উদ্দেশ্য নিয়ে জুলাই-আগস্টের ঘটনার মামলাগুলোতে শুধু মাত্র হয়রানি করার জন্য নিরপরাধ ব্যক্তিদেরকে যারা আসামি করেছে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্র্যাবের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, জনগণের পুলিশ তৈরি করতে আপনাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি বলেন, ডিএমপির সাথে ক্র্যাবের যেসকল কর্মসূচি রয়েছে সেগুলো অব্যাহত থাকবে।
সভায় ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান বলেন, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদকের মত অপরাধের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অতীতের ন্যায় ক্র্যাব ঢাকা মেট্রোপলিটনের পুলিশের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় উপস্থিত ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সাংবাদিক ও পুলিশ উভয়েই অপরাধ নিয়ে কাজ করে থাকে। আমরা একে অপরের পরিপূরক। ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিএমপির পাশে থাকবে ক্র্যাবের সাংবাদিকরা।
সভায় ডিএমপির অ্যাডিশনাল পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অ্যাডিশনাল পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ ইসরাইল হাওলাদার; অ্যাডিশনাল পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা বক্তব্য রাখেন।
এসময় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com