সাংগঠনিক কার্যক্রমকে সম্প্রাসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির সাংগজাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন ঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব যথারীতি নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আখতার হোসেনই থাকছেন। তবে মুখ্য সংগঠক হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন সারজিস আলম।
সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটি সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জুনায়েদ, মনিরা শারমিন, সারোয়ার তুষার, মানজুর-আল-মতিন, ডা. তাসনিম জারা, ড. আতিক মুজাহিদ ও আশরাফ উদ্দিন মাহদি।
যুগ্ম সদস্য সচিব পদে আব্দুল্লাহ আল-আমিন, এস এম সাইফ মোস্তাফিজ, রাফে সালমান রিফাত, অনিক রায়, নাহিদা সারওয়ার চৌধুরী, অলিক মৃ, মাহবুব আলম ও ডা. মাহমুদা মিতু রয়েছেন।
মুখপাত্র হিসেবে রয়েছেন সামান্তা শারমিন। এছাড়া, সহ-মুখপাত্র হিসেবে সালেহ উদ্দিন সিফাত, মুশফিক উস সালেহীন, আরেফীন মোহাম্মদ হিজবুল্লাহ, তাহসীন রিয়াজ ও মোহাম্মদ মিরাজ মিয়া রয়েছেন।
মুখ্য সংগঠক হিসেবে পদ পেয়েছেন সারজিস আলম। যুগ্ম-মুখ্য সংগঠক হিসেবে নিজাম উদ্দিন, আকরাম হুসাইন সিএফ, এস এম শাহরিয়ার ও মোহাম্মদ আতাউল্লাহ পদ পেয়েছেন।
এছাড়া সংগঠক হিসেবে মশিউর রহমান, ফয়সাল মাহমুদ শান্ত, হাসান আলী, সাগুফতা বুশরা মিশমা, মেসবাহ কামাল মুন্না, প্রীতম দাশ, মাজহারুল ইসলাম ফকির, তানজিল মাহমুদ, সাইফুল্লাহ হায়দার, নাঈম আহমাদ, আবু সাঈদ লিওন, সাকিব মাহদী, জোবায়রুল হাসান আরিফ ও আলী নাছের খান রয়েছেন।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।ছাত্র-জনতার অভ্যুত্থানের এক দফা (ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত) বাস্তবায়নের লক্ষ্যে গত ১৩ সেপ্টেম্বর নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহ্বায়ক, আখতার হোসেনকে সদস্যসচিব ও সামান্তা শারমিনকে মুখপাত্র করে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com