আজ ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ সোমবার সকাল ১১.৩০ ঘটিকায় খুলনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফিরোজ সরকার, (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার, খুলনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ কমিশনার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, খুলনা।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহিদ মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন একটি জাতির শ্রেষ্ঠ সন্তান হলো বীর মুক্তিযোদ্ধারা। জীবিত মুক্তিযোদ্ধাদের উদ্দ্যেশে বলেন আপনারা কিংবদন্তী আপনাদের শ্রদ্ধা জানানোর ভাষা আমার জানা নেই। আপনারা যুদ্ধ করেছিলেন বলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, পেয়েছি বৃত্তখচিত লাল সবুজের পতাকা। রক্তে কেনা এই ভূখণ্ডের সম্মান অক্ষুন্ন রাখতে তিনি সকলকে উদ্বাত্ত আহ্বান জানান। পুলিশ কমিশনার বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলে মিলে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা; জনাব টি এম মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা; জনাব শ ম বাবর আলী যুদ্ধকালীন কমান্ডার; জনাব মোহাম্মদ মনিরুজ্জামান আহবায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর ইউনিট কমান্ড, খুলনা; জনাব মোঃ আবু জাফর আহবায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, খুলনা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com