ইমন মিয়া।। মৌলভীবাজারের কুলাউড়ায় সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে তাদেরকে গ্রেপ্তারের পর (২৫ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের তৈমুজ মিয়া ওরফে বাঘা মেম্বারের ছেলে কামরুল হাসান (২১), একই ইউনিয়নের মৃত এলাইছ মিয়ার ছেলে এমদাদুল হক এমরান (৩০) ও রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নের উম্মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (২০)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির উদ্দিন ও হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের পাশের একটি দোকানের সামনে থেকে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় চুরির মামলা রয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com