অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর সহযোগিতায় ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দিনব্যাপী সাভারের আশুলিয়ার খাগানে অবস্থিত ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের প্রতিষ্ঠান মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এম ফখরুল ইসলাম (কিডনী বিশেষজ্ঞ ও সার্জন), আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের কার্ডিওলজিস্ট ও সিনিয়র কনসালটেন্ট ডা: সুব্রত মিস্ত্রী (হৃদরোগ বিশেষজ্ঞ), গাইনী বিশেষজ্ঞ ডা: হোসনে নাজনীন, ডা: নায়লা পারভিন, ডা: ডি এম আবু সাদ্দাম, ডা: সারিন আক্তার শান্তা, ডা: সারওয়াত জাহান সুপা এবং ডা. ফাহরিমা আক্তার যুথিসহ একটি দক্ষ মেডিকেল টিম এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ও লায়ন্স ক্লাব ইন্টারন্যশল জেলা ৩১৫-এ২ রিজিওন চেয়ারপার্সন ইকবাল মাসুদ, রিজিওন চেয়ারপার্সন লায়ন এস.এম মেহেদী হাসান, প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম, মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ক্লিনিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রমুখ।
উদ্বোধনী সভায় প্রফেসর ড. গোলাম রহমান বলেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) সারা জীবন মানবতার কল্যাণে কাজ করেছিলেন। তার জীবনব্যাপী সেবা ছিল সকল ধর্ম, মত ও পথের ঊর্ধ্বে মানবতার সেবা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসও মানবতার কল্যাণে উৎসর্গিত।
স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, তার আদর্শ বাস্তবায়নে ঢাকা আহ্ছানিয়া মিশন নিরলস কাজ করে যাচ্ছে। খাগান, বিরুলিয়া এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর প্রতিষ্ঠা করেছে মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এই হাসপাতাল খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর আদর্শে মানুষের সেবায় কাজ করে যাবে। মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. নায়লা পারভিন সকল চিকিৎসক ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে যারা সহযোগিতা করেছে বিশেষ করে লায়ন ক্লাব অব ঢাকা ওয়েসিসকে ধন্যবাদ জানান।
উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২৫০ জনেরও অধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় ফ্রি ঔষধ প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ এবং রক্তচাপ নির্ণয় করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com