অবশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বিএনপির প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীর দেহাবশেষ।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে পরিবারের পক্ষ থেকে হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে দেহাবশেষ বুঝে নেন।
রবিবার (২৯ ডিসেম্বর) মাগরিবের আগে হারিছ চৌধুরীর দেহাবশেষ সিলেটের কানাইঘাটে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা আঙিনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
এর আগে, সিলেটের শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা হবে বলে জানান মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী।
আইনি লড়াইয়ের পর বাবার দেহাবশেষের সঠিক পরিচয় নিশ্চিত করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে পারছেন জানিয়ে গণঅভ্যুত্থানকারী ছাত্র-জনতা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
২০২১ সালের ৩ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মৃত্যুবরণ করেন। সেসময় তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিইন মাদ্রাসা প্রাঙ্গণে মরদেহ দাফন করা হয়। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটলে আদালতের আদেশে তার দেহাবশেষ উত্তোলণ করে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com