পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের জেলার প্রতিটি গ্রামকে মাদক, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে এলাকাবাসীর সহায়তা কমনা করে জেলার ২৮৪ টি মসজিদে জেলা পুলিশের অপরাধ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মসজিদে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে জুম্মার বয়ানে মুসল্লীদের নিকট এ বার্তা প্রেরণ করেন।পুলিশ সুপার জেলার মডেল মসজিদে জুম্মার বৈঠকে উপস্থিত হয়ে অপরাধ প্রতিরোধমূলক সভায় এলাকাবাসীদের নিকট তাঁর বার্তা প্রেরণ করেন। বার্তায় পুলিশ সুপার মুসল্লিদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তোলা হবে। পিরোজপুরের প্রতিটি গ্রামকে মাদক, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ হতে মুক্ত রাখতে তিনি জেলাবাসীর ঐকান্তিক সাহায্য কামনা করেন এবং পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন।’ পুলিশের নম্বর সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি মসজিদে। আজকের সভার মাধ্যমে পিরোজপুরের সকল মসজিদে (মোট ২২৪১ টি ) অপরাধ প্রতিরোধমূলক সভা সম্পন্ন হয়েছে। মসজিদ ভিত্তিক এই অপরাধ প্রতিরোধমূলক সভা ত্রিমাসিক অন্তর অন্তর চলমান থাকবে এবং প্রতিটি মসজিদে পুলিশ সুপার সহ পুলিশ অফিসারদের মোবাইল নম্বর টাঙানো থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com