ঢাকা কেরানীগঞ্জ থেকে মো:ইব্রাহিম।। তীব্র শৈত্যপ্রবাহে সারা দেশ যখন কাঁপছে, তখন সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষ। ঢাকার কেরানীগঞ্জও এই তীব্র শীতের বাইরে নয়। তাদের পাশে দাঁড়িয়েছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতার্ত দেড় শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া।
শীতবস্ত্র বিতরণের সময় ইউএনও রিনাত ফৌজিয়ার সঙ্গে ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন।
অসহায় মানুষের অনুভূতি
কম্বল হাতে পেয়ে অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেছেন। তারা বলেন, "তীব্র শীত ও কনকনে ঠান্ডায় যখন আমরা অসহায় হয়ে পড়েছি, তখন এই কম্বল আমাদের অনেক উপকার করেছে। এখন আমরা এই শীতে একটু আরামে ঘুমাতে পারব।" তারা সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, "হঠাৎ করেই তীব্র শৈত্যপ্রবাহের কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে অসহায় শীতার্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সরকারি উদ্যোগে শীত নিবারণের জন্য কম্বল পৌঁছে দেওয়া হবে।"
তিনি আরও বলেন, "শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত, যাতে অসহায় মানুষরা শীতে একটু স্বস্তি পায়।"
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে এলাকাবাসী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com