প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৯:৩২ পি.এম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজীব হোসেন নিখোঁজ সংক্রান্তে যশোর জেলা পুলিশের তৎপরতা ও উদ্ধার
গত ইং ০৭/০১/২০২৫খ্রিঃ রাত আনুমানিক ২৩.০০ ঘটিকায় জেলা পুলিশের কাছে সংবাদ আসে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রিনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের ৩য় বর্ষের ছাত্র মোঃ সজীব হোসেনকে পাওয়া যাচ্ছেনা । পরবর্তীতে আজ ০৮/০১/২০২৫খ্রিঃ এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় নিখোঁজ জিডি করা হয়।
এমন তথ্যের ভিত্তিতে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখেন এবং দ্রুত উদ্ধারের নির্দেশনা প্রদান করলে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর, কোতয়ালী মডেল থানা ও চৌগাছা থানা পুলিশ রাতব্যাপী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অদ্য ০৮/০১/২০২৫খ্রিঃ বিকাল ১৭.০০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন চুড়ামনকাটির বাগডাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে নিখোঁজ মোঃ সজীব হোসেন কে সুস্থ অবস্থায় উদ্ধার করে জেলা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম মোঃ সজীব হোসেন তার ব্যক্তিগত কারণে তার এক বন্ধু চুড়ামনকাঠির জনৈক নাজমুল হাসান রকির বাড়িতে ফোন বন্ধ করে গতকাল রাত থেকে অবস্থান করছিলেন। তাকে উদ্ধার পূর্বক জেলা পুলিশের তত্ত্বাবধানে তার বোন মোছা: লাবনী খাতুন ও ড: মোহাম্মাদ আমজাদ হোসেন, প্রক্টর, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মোঃ মীর মোশারফ হোসেন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), যবিপ্রবি, ড. মো ওমর ফারুক সহযোগী অধ্যাপক, এনএফটি বিভাগ, যবিপ্রবি , ড. মোঃ শিমুল ইসলাম, পরিবহন প্রশাসক,যবিপ্রবি এর জিম্মায় বুঝিয়া দেওয়া হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com