প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১২:০৭ এ.এম
খুলনা মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের ৩ জন অস্ত্রসহ গ্রেফতার
একটি শিশু বাবা-মায়ের আদর যত্নে বড় হবে। সামাজিক নিরাপত্তায় লেখাপড়ায় ও খেলাধুলায় কাটবে শৈশব কৈশোর তথা যৌবনকাল। তাকে পাওয়া যাবে পড়ার টেবিলে, তাকে দেখা যাবে খেলার মাঠে। শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধিত হবে নিরাপদ পারিবারিক ও সামজিক পরিমন্ডলে। জন্ম হোক যথা তথা, কর্ম হবে ভালো এটাই সবার প্রত্যাশা। কিন্তু আমাদের চারপাশে কখনো কখনো দুর্ভাগ্যবসত আমাদেরই কতিপয় সন্তান বিপথে ধাবিত হয়। জড়িয়ে পড়ে মাদকের সাথে, অপরাধ কর্মকান্ডের সাথে। একটা সময়ে এধরণের সন্তানরাই আমাদের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। খুলনা মেট্রোপলিটন পুলিশ বিপথগামী শিশু কিশোরদের সংশোধনের প্রচেষ্টায় তৎপর। ক্ষেত্রমত তাদেরকে পাঠানো হয় সংশোধনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের নিকট। অনেকেই ভালো হয়ে যায়। কেউ কেউ ফিরে এসে পুরনো সাথীদের সাথে পুনরায় মিশে যায় আরো ভয়ংকর রূপে। খুলনা মেট্রোপলিটন পুলিশ তাদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও তৎপর। এরই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশের একটি টিম অদ্য ৮ জানুয়ারি ২০২৫ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় খুলনা মহানগরের ত্রাস কিশোর গ্যাংয়ের (১) সজল দফাদার (২২), পিতা-সফিন দফাদার, সাং-কেশপুর কাঁঠালতলা, থানা-কেশবপুর, জেলা-যশোর, (২) সাব্বির হাওলাদার(১৯), পিতা-জনি হাওলাদার, হোল্ডিং নং-১৪৮, বসুপাড়া মেইন রোড, থানা-সোনাডাঙ্গা এবং (৩) আকাশ শেখ(১৯), পিতা-মোঃ সেলিম শেখ, সাং-বাগমারা ২নং ব্যাংকার্স গলি, থানা-খুলনা সদর, খুলনাদেরকে গ্রেফতার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগি আরো ৭/৮ জন আসামী দৌড়ে পালিয়ে যায়। খুলনা সদর থানাধীন শেরে বাংলা রোডস্থ পুরাতন নির্বাচন অফিসের বিপরীতে হিমু লেনের ভিতর ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে (১) ১ টি গুপ্তি (কভারসহ), (২) ১ টি ডাবল সুইচ গিয়ার ছুরি, (৩) ১ টি বাটযুক্ত ধারালো ছুরি এবং (৪) ১ টি লাল টেপ দিয়ে মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামীরা খুলনা মহানগর এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জায়গায় অপরাধজনক ঘটনার সাথে তাদের জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। তাদের দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কিশোর গ্যাংয়ের সহযোগী আসামীদের নাম, ঠিকানা সনাক্ত করে গ্রেফতার এবং অস্ত্র-সস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামী সাব্বির হাওলাদার লবণচরা এবং হরিণটানা থানার ২ টি হত্যা মামলার আসামী।
গ্রেফতারকৃত কিশোর গ্যাং গ্রুপের আসামীদের গ্রেফতারের ফলে নগরবাসীর মনে স্বস্তি ফিরেছে।
কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে তথ্য দিয়ে সহযোগিতার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর প্রতি আহবান জানাচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com