প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১২:১৪ এ.এম
বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার
তারুণ্যের উৎসব ২০২৫, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ব্যানারে আজ ৮ জানুয়ারি ২০২৫ তারিখ বিকালে শিববাড়ি মোড়ে বিসিক এর উদ্যোগে আয়োজিত বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে মেলায় আগত উদ্যোক্তাদের ভালো কোয়ালিটির প্রোডাক্ট এর জন্য প্রশংসা করেন। তিনি বলেন ভালো প্রোডাক্ট ভালো দামে বিক্রি হয়, এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সন্তুষ্ট হয়। এ ধরণের মেলার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হবে। তিনি বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com