প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১২:৩২ এ.এম
বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা কেএমপি
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এর শিল্পাঞ্চল পুলিশে; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম এর নৌ পুলিশে; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা এর এপিবিএনে বদলী হওয়ায় এবং সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) জনাব মোঃ শাহাবুদ্দিন চৌধুরী দীর্ঘ চাকুরী জীবন শেষে পিআরএল গমন করায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ ৮ জানুয়ারি কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা এবং স্মৃতিস্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাগণ কেএমপিতে কর্মকালীন বিদায়ী অতিথিবৃন্দের কর্ম জীবনের স্মৃতিচারণ করেন। পুলিশ কমিশনার বদলী জনিত বিদায়ী অতিথিবৃন্দকে তাদের বদলীকৃত কর্মস্থলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহবান জানান। চাকুরী জীবন সমাপ্ত হলেও অবসরজনিত বিদায় অতিথিকে তার মেধা ও অভিজ্ঞতা দিয়ে পুলিশের বিভিন্ন কর্মকান্ডে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য আহবান জানান। তিনি বিদায়ী অতিথিবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com