রাইসুল ইসলাম নয়ন।। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি পাওয়ার স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ফলে পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাওয়ার স্টেশনের ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া এবং আগুনের শিখা দেখা যায়।
আগুনের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি শর্ট সার্কিট বা যন্ত্রপাতির অতিরিক্ত গরম হওয়ার কারণে ঘটতে পারে। স্থানীয় ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
এই ঘটনার ফলে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং পাওয়ার স্টেশনের আশপাশের এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। এই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
আরও তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com