প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১১:৫৯ পি.এম
*যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদকদ্রব্য পরিবহন; ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান*
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদকদ্রব্য পরিবহনের অভিযোগে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। বাসের চালক মোঃ জাকির হোসেন (৪৫) ও ২। বাসের হেলপার মোঃ শাহিন চৌকিদার (৩০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।
শুক্রবার (১০ জানুয়ারি ২০২৪ খ্রি.) সকাল ৯:০৫ ঘটিকায় সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম গোপন তথ্য পায় কক্সবাজার হতে ‘সেন্টমার্টিন রোড মাস্টার’ নামক একটি বাসের ড্রাইভার ও হেলপার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ডিবি পুলিশের টিম। বাসটি ডিবি পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময় বাসটি আটক করা হয়। আটককৃত বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হেলপার শাহিন চৌকিদার পুলিশকে জানায় তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসেছে। ডিবি টিম তাৎক্ষণিকভাবে বাসটির ভেতরে তল্লাশি করে চালকের দুপায়ের মাঝখানে রাখা একটি ব্যাগ থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ইয়াবা পরিবহণের দায়ে বাসের ড্রাইভার মোঃ জাকির হোসেন ও হেলপার মোঃ শাহিন চৌকিদারকে গ্রেফতার ও বাসটি জব্দ করে করে ডিবি-পুলিশ। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, জাকির পেশাতে একজন বাস চালক। বাস চালকের আড়ালে সে ও হেলপার শাহিন মিলে অবৈধ মাদকের ব্যবসা করে আসছিল। তারা দীর্ঘদিন যাবত ‘সেন্টমার্টিন রোড মাস্টার’ বাসে যাত্রী পরিবহণের আড়ালে পরস্পর যোগসাজশে কক্সবাজার হতে স্বল্পমূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকায় নিয়ে আসতো। এরপর ঢাকা মহানগরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট ইয়াবা ট্যাবলেটগুলো অধিক মূল্যে বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com