অন্ধকারে লুকিয়ে থাকা একাকী মন,
যার কাছে প্রশ্নেরা এসে খুঁজে সান্ত্বনা,
তুমি কি জানো, কতটা বোঝা বয়ে যায়
যে হৃদয় স্বপ্নের ভারে নুয়ে পড়ে?
পথের ধুলো, শূন্য সময়ের হাহাকার,
আলোর নিচেও আঁধারের বিকার।
একটু শান্তি খুঁজে ফিরি প্রতিটা ঘুমে,
কিন্তু ঘুম আসে না, আসে কেবল ঝড়ের ঘ্রাণ।
অজানা যন্ত্রণার এই দীর্ঘ প্রহর—
যেন চেনা কিছু নয়, অথচ ছুঁয়ে থাকে।
তবু আমি ভাবি, হয়তো একদিন
সূর্য উঠবে আমার মনের ভাঙা জানালায়।
হয়তো কোনো গান, কোনো শব্দের ছোঁয়া
আমাকে ফেরাবে জীবনের রঙিন মোড়ে।
তুমি তখন থাকবে কি পাশে,
যখন ডিপ্রেশনের কালো আকাশ ফুঁড়ে
আমি খুঁজে পাবো এক টুকরো আলো?
কলমেঃ আতিয়া চৌধুরী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com