বিতর্কিত এএসপি নাজমুস শাকিবের বিরুদ্ধে এবার আদালতে তার দ্বিতীয় স্ত্রীর আরেকটি মামলা দায়ের। এর আগে প্রথম স্ত্রীর মামলায় তিনি জেলও খেটেছেন। এই কর্মকর্তার বিরুদ্ধে বর্তমানে চারটি মামলা চলমান।
ভ্রুণহত্যা ও অমানুষিক নির্যাতনের অভিযোগে প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় ৩ মাস জেলে ছিলেন এএসপি নাজমুস শাকিব। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে সত্যতা পেয়ে চার্জশীট দাখিল করে পুলিশ। মামলাটি বর্তমান আদালতে চলমান। সেই মামলা তুলে নিতে সাবেক স্ত্রীকে অনবরত হুমকি দিয়ে আসছেন।
এর মধ্যেই এএসপি নাজমুস শাকিবের বিরুদ্ধে সোমবার (১৩ জানুয়ারি) আদালতে মামলা দায়ের করেন ইসরাত রহমান (২৯) নামের এক নারী। তিনি নাজমুস শাকিবের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান মামলাটি আমলে নিয়ে এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে সমন জারি করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com