রুবেল হোসেন।। ভোলা জেলার সদর থানাধীন ভেলুমিয়া এলাকার জনৈক মোঃ আনোয়ার হোসেন এর বসত ঘরে ০৮/০১/২০২৫ ইং তারিখ দিবাগত রাতে চুরির ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে, এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভোলা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতি, চুরি এবং অন্যান্য মামলা সহ সর্বমোট ৪৮ টি মামলার দূর্ধর্ষ আসামী মোঃ বাবুল, ওরফে বাবুল দেওয়ান, ওরফে আবুল কাসেম বাবুল (৫৫), পিতা-মৃত সিদ্দিক, মাতা-মনোজা খাতুন, সাং-পশ্চিম চরউমেদ ৯নং ওয়ার্ড, থানা-লালমোহন, জেলা-ভোলা ডিবি অফিসকে জানিয়ে প্রাথমিকভাবে সনাক্ত করে লালমোহন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে সে উক্ত চুরির ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে এবং তার দেয়া তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযোগে বর্ণিত চোরাই মাল উদ্ধারকৃত মালামাল স্বর্ণের ০১ জোড়া পাতা কানের দুল যার ওজন ০৭ আনা মূল্য আনুমানিক-৪৫,০০০/- টাকা স্বর্ণের ০১ জোড়া সুই সুতা কানের দুল যার ওজন ০৩ আনা মূল্য আনুমানিক ২৫,০০০/-টাকা। স্বর্ণের ০২টি আংটি বাচ্চাদের যাহার ওজন ০১ আনা মূল্য আনুমানিক ১০,০০০/-টাকা।স্বর্ণের একটি নাকফুল বাজার মূল্য আনুমানিক ১৫০০/- টাকা। রুপার ০১ জোড়া নুপুর যাহার ওজন ০২ ভরি মূল্য আনুমানিক ৯০০০/-টাকা। রুপার০১টি ব্যাসলেট যাহার ওজন ০৮ আনা মূল্য আনুমানিক ২০০০/-টাকা। রুপার ০২টি বাচ্চাদের হাতের বালা যাহার ওজন ১২ আনা মূল্য আনুমানিক ৩০০০/-টাকা।
রুপার ০১টি গলার চেইন যাহার ওজন ১০ আনা মূল্য আনুমানিক ২৫০০/- টাকা।একটি পুরাতন নকিয়া মোবাইল ফোন যার মূল্য আনুমানিক ১০০০/-টাকা।
সর্বমোট স্বর্ণ ১১ আনা বাজার মূল্য আনুমানিক ৯৫,০০০/- টাকা এবং মোট রুপা ০৩ ভরি ১৪ আনা বাজার মূল্য আনুমানিক ১৬,৫০০ টাকা। সর্বমোট উদ্ধার ১,১১,৫০০/- টাকার স্বর্ণালংকার এবং নগদ ১০৩৫০০/- টাকা।এবং নগদ টাকা উদ্ধার করা হয়। পরবর্তিতে উক্ত মালামাল সহ তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com