প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১১:০৪ পি.এম
কদমতলী থেকে দুর্ধর্ষ ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি
রাজধানীর কদমতলী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি লালবাগ-বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রুবেল (৩১), ২। হাসান উদ্দিন (৩০), ৩। মোঃ রাশেদ (২৯) ও ৪। মোঃ বিপ্লব শেখ (৩১)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা রিভলবার ও দুটি ব্যবহৃত (ফায়ারড) সীসার তৈরি বুলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাতে কদমতলীর মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি লালবাগ-বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কদমতলীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দক্ষিণ পাড়ে ফুটওভার ব্রীজের নিকটে রাস্তার উপর কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উক্ত চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা ৪/৫ জন দুষ্কৃতকারী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে কদমতলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিবি লালবাগ-বিভাগ সূত্রে আরো জানা যায়,গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মাতুয়াইল এলাকাসহ আশেপাশে ডাকাতির উদ্দেশে উক্ত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com