গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফ্যাসিবাদিদের মতো হয়ে উঠছে। এতে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুর সিটি বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে। তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। নতুন করে নির্বাচনে অংশ গ্রহণের অধিকার আওয়ামী লীগের নেই।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্থানীয় সরকারের বিতর্কিত সব নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন। তাদেরকেকে অপসারণ করা হয়েছে। এখন আর স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নাই। যার ফলে স্থানীয় সরকারের কার্যক্রম কার্যত স্থবির। এজন্য দ্রুত স্থানীয় নির্বাচনের আহ্বান জানান তিনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com