প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১১:২৪ পি.এম
৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সহিত জেলা পুলিশের কার্যক্রমের উপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
অদ্য ২০/০১/২০২৫খ্রিঃ বেলা ১৩.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে জেলা পুলিশের আয়োজনে যশোর জেলায় ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১৩(তের)জন প্রশিক্ষণার্থীদের সহিত জেলা পুলিশের কার্যক্রমের উপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ।
সভায় নবাগত ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে তৈরি করা একটি প্রেজেন্টেশন দেখানো হয়।
পরবর্তীতে জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জন্য মুক্ত আলোচনা/জিজ্ঞাসার ব্যবস্থা করা হয়।
সম্মানিত পুলিশ সুপার যশোর জেলায় নবাগত ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সকল প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং একই সাথে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সর্বশেষ তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্ম জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উক্ত সভাটি সঞ্চালনা করেন জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর।
সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর, জনাব জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কেল, যশোর সহ ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে যশোর জেলায় আগত বিভিন্ন ক্যাডারের সদস্যবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com