রুবেল হোসেন ।। ভোলা জেলার তজুমদ্দিন থানার আলোচিত ও দুর্ধর্ষ আব্বাস বাহিনীর প্রধান মোঃ আব্বাস ওরফে আব্বাস ডাকাত (৩৫) গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গেয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশালের অধীনস্থ র্যাব ক্যাম্প, ভোলা এর একটি আভিযানিক টহল দল তজুমদ্দিন থানায় বিকালে ১৭:১৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে জি আর-১১৪/২৩ তজুমদ্দিন থানা,ধারা -৩৬৫ /৩৮৫ /৩৮৬/৩৮৭/৩৪১/৩৪২/৩২৩/৩৪ পেনাল কোড, জি আর-৮১/২১ তজুমদ্দিন থানা, ধারা-৩৬৪ পেনাল কোড, জি আর-৩১/২২ মনপুরা থানা,ধারা- ৩২৮ /৪৫৭/৩৮০/১০৯ পেনাল কোড,জি আর -১৬৭/২১ মেহেন্দীগঞ্জ থানা, ধারা -৩২৮ /৪৫৭ /৩৮০ /১০৯ পেনাল কোড, জিআর-৩০৯/১৭ তজুমদ্দিন থানা, ধারা-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আলোচিত এবং দুর্ধর্ষ আব্বাস বাহিনীর প্রধান মোঃ আব্বাস ওরফে আব্বাস ডাকাত (৩৫), পিতা-বাবুল মাঝি, সাং-উত্তর চাপড়ি, ০৬ নং ওয়ার্ড, ০২নং সোনাপুর ইউনিয়ন, থানা - তজুমদ্দিন, জেলা-ভোলাকে ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন গোলকপুর সাকিনস্থ মুচি বাড়ির কোন হতে বিকাল ১৭:১৫ ঘটিকার সময় সুস্থ অবস্থায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আব্বাস ওরফে আব্বাস ডাকাত (৩৫) এর বিরুদ্ধে ভোলা জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, হত্যার উদ্দেশ্যে মনুষ্য হরন বা অপহরন, বিষাক্ত দ্রব্য ব্যবহারের মাধ্যমে চুরি, সরকারী কর্মকর্তাকে তাহার কর্তব্য কাজে বাধাদান পূর্বক আঘাত করাসহ বিভিন্ন মারামারির ঘটনায় মোট ১০টি মামলা রয়েছে।
আসামীর অবস্থান সনাক্তপূর্বক র্যাব ক্যাম্প, ভোলা, সিপিএসসি, র্যাব-৮, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক দুঃসাহসিক এবং শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা হতে ভোলা সদর থানায় বরাবর হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com