রাইসুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার নবাগত ইউএনও জনাব জিয়াউর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার শহীদ হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান,জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক,ছাত্র প্রতিনিধি ও সুধীবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। সভাপতি'র বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের সবার সহযোগীতা নিয়ে কাজ করতে চাই। আমার সাথে দেখা করতে কোন অনুমতির প্রয়োজন হবেনা। মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, সাবেক সংসদ সদস্য মাওঃ শাহাদাতুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মুর্শেদ, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওঃ আছার উদ্দীন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, নাগরিক ঐক্য'র সদস্য সচিব আব্দুল বাসেদ বাদশা, মহাস্থান আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, শিবগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক আহমেদ, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাকিম, শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, শিবগঞ্জ জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ'সভাপতি রবিউল ইসলাম রবি,বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সাব্বির খান, সুমাইয়া আক্তার প্রমূখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের পরিচালনায়,মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার সাইফুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, অধ্যক্ষ রফিকুল ইসলাম, এনামুল হক, শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, প্রধান শিক্ষক আতাউর রহমান, তাজুল ইসলাম, হারুনুর রশিদ, জামায়াত নেতা আব্দুল হালিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য'র আহবায়ক শহিদুল ইসলাম, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবন রায়, কোষাধাক্ষ জাবিউর আলম হিমু, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, জাতীয় নাগরিক কমিটির শিবগঞ্জ উপজেলার সমন্বয়ক জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন,সাংবাদিক সাজু মিয়া,কামরুল হাসান,জিএম মিজান, মিজানুর রহমান, রাইসুল ইসলাম,বাকী বিল্লাহ, মিনহাজ আলী, তৌহিদ মন্ডল, শফিউর আলম ডিউ প্রমুখ।