প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:৪৯ পি.এম
সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এফবিআই এর প্রতিনিধি দলের সিটিটিসি কার্যালয় পরিদর্শন
সিটিটিসির সক্ষমতা বৃদ্ধিতে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর একটি প্রতিনিধিদল।
আজ বুধবার (২২ জানুয়ারি ২০২৫ খ্রি.) এফবিআই এর লিগ্যাল অ্যাটাশে সোহেল দাউদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে যুগ্ম পুলিশ কমিশনার, সিটিটিসি মোঃ ছালেহ উদ্দিনসহ সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এফবিআই এর প্রতিনিধি দল সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এসব অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com