প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৮:৪০ পি.এম
পেশাদার ছিনতাইকারী চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ
রাজধানীর উত্তরায় পেশাদার ছিনতাইকারী চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা-পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. নুরুল আমিন (২২), ২। শাকিব হোসেন (২১), ৩। মো. পারভেজ আহমেদ জুয়েল (৩৮), ৪। মো. কবির হোসেন (২৪), ৫। মোরশেদ আলম (৩০), ৬। আকাশ মোল্লা (২৬), ৭। রাকিব (১৯) ও ৮। মো. জিয়া (২০)।
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) ভোরে উত্তরার আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকা ও ঢাকা টু ময়মনসিংহ সড়কের ফ্লাইওভার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানার একটি চৌকস দল ।
উত্তরা-পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানার ১০ নং সেক্টরস্থ কামারপাড়া বাসস্টান্ড এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছিল। সে সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা কয়েকজন কৌশলে পালিয়ে গিয়েছিল। উক্ত ঘটনায় ২৩ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। মামলাটি তদন্তকালে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় উক্ত ঘটনার সাথে জড়িত এই আটজনকে আজ শুক্রবার ভোরে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উত্তরা-পশ্চিম থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত। তারা উত্তরা-পশ্চিম থানায় রুজুকৃত উক্ত ছিনতাইয়ের মামলার ঘটনায় জড়িত ছিলো মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com